ঢাকা, শনিবার, ১১ মে, ২০২৪

লিটন-মিরাজের ফিফটি

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে মিরপুর শের-ই-বাংলায়। সকাল ৯টা ৩০ মিনিটে খেলা শুরু হয়। 


সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ- প্রথম ইনিংস: ৮৬ ওভারে ২৬৮/৬ (মিরাজ ৫১*, লিটন ৬৪*)

আউট: সৌম্য ০, শান্ত ৪, মুমিনুল ২১, তামিম ৪৪, মিথুন ১৫, মুশফিক ৫৪


ওয়েস্ট ইন্ডিজ- প্রথম ইনিংস: ১৪২.২ ওভারে ৪০৯ (কর্নওয়াল ৪*)আউট: ক্যাম্পবেল ৩৬, মোসলে ৭, ব্র্যাথওয়েট ৪৭, মায়ার্স ৫, ব্ল্যাকউড ২৮, বোনার ৯০, ডা সিলভা ৯২, আলজারি ৮২, ওয়ারিকান ২, গ্যাব্রিয়েল ৮।


মিরাজের আরেকটি দ্যুতিময় ইনিংস


চট্টগ্রামের ব্যাটিং ফর্ম ঢাকায় অব্যাহত রেখেছেন মিরাজ। ডানহাতি ব্যাটসম্যান পেয়েছেন ক্যারিয়ারের তৃতীয় ফিফটির স্বাদ। ৮৫তম ওভারে গ্যাব্রিয়েলকে আপার কাটে চার মেরে ৪৪ থেকে ৪৮ রানে পৌঁছান ডানহাতি ব্যাটসম্যান। পরের তিন বল ডটের পর শেষ বল লেগ সাইডে দারুণ ফ্লিক করে ৩ রান আদায় করেন। তাতে পৌঁছে যান মাইলফলকে। ১১২ বলে ৬ বাউন্ডারিতে হাফ সেঞ্চুরি পান মিরাজ। চট্টগ্রামের হাফ সেঞ্চুরিকে সেঞ্চুরিতে রূপ দিয়েছিলেন। এবার পারবেন কী মিরাজ?


জুটির শতরান, এগোচ্ছে বাংলাদেশ


লিটন ও মিরাজের দায়িত্বশীল ইনিংসে এগোচ্ছে বাংলাদেশ স্কোরবোর্ড। তাদের দৃঢ়চেতা মনোবলে এখনও চিড় ধরাতে পারেননি অতিথিরা। এরই মধ্যে তাদের জুটির রান একশ পেরিয়েছে। মুশফিক ১৫৫ রানে সাজঘরে ফেরার পর জুটি বাঁধেন তারা। প্রথমে তারা দলের ফলোঅন এড়ায়। এখন দলের স্কোর যতটা সম্ভব এগিয়ে নিচ্ছেন। জুটির শতরানে মিরাজের অবদান ৪৩, লিটনের ৫২। বাকিটা অতিরিক্ত খাত থেকে। 


লিটনের ফিফটিতে বাংলাদেশের লড়াই


সতীর্থরা যখন ২২ গজে ভুগছিলেন তখন লিটন খেলছিলেন সাচ্ছন্দ্যে। ক্যারিবিয়ান পেসার কিংবা স্পিনারদের সিদ্ধহস্তে সামলেছেন ডানহাতি ব্যাটসম্যান। ব্যাটিং ধারাবাহিকতায় ডানহাতি ব্যাটসম্যান তুলে নেন ক্যারিয়ারের সপ্তম হাফ সেঞ্চুরি। ৯২ বলে ৬ বাউন্ডারিতে হাফ সেঞ্চুরি পেয়েছেন লিটন। লিটনকে দারুণ সঙ্গ দিচ্ছেন মিরাজ। চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি পাওয়া মিরাজ এখন পর্যন্ত করেছেন ৩৭ রান। দুজনের জুটির রান ৮৩। 


স্বস্তি ফেরালেন মিরাজ-লিটন


মুশফিকুর রহিম যখন বাজে শটে নিজের উইকেট উপহার দিলেন তখনও বাংলাদেশকে ফলোঅন এড়াতে করতে হতো ৫৫ রান। বাংলাদেশ যে ব্যাটিং করছিল তাতে ৫৫ রান পাহাড় ছোঁয়া সমান। সপ্তম উইকেটে লিটন ও মিরাজ দলকে বিপদমুক্ত করলেন। লজ্জায় না ফেলে দলকে ফলোঅনের লজ্জা থেকে বাঁচালেন। ৭২ ওভার শেষে ৬ উইকেটে বাংলাদেশের রান ২১৫। এর আগে ওয়েস্ট ইন্ডিজ করেছিল ৪০৯ রান।


দুইশ পেরিয়ে বাংলাদেশ


আরেকটি ছোট জুটিতে বাংলাদেশের রান দুইশ পেরিয়েছে। দলের হাল ধরেছেন মিরাজ ও লিটন। তাদের ব্যাটে ইনিংসের ৬৭তম ওভারে দলীয় ২০০ রান পেরিয়েছে বাংলাদেশ। পাশাপাশি সপ্তম উইকেটে তাদের জুটির রানও ৫০ পেরিয়েছে। ১০৫ বলে জুটির ৫০ রান পূর্ণ হয়। ১৫৫ রানে মুশফিক আউট হওয়ার পর জুটি বাঁধেন দুই ডানহাতি ব্যাটসম্যান। 


লিটনের ‘এক হাজার’


১৫তম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন লিটন। নামের পাশে ৯৬৬ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি। মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে দ্রুতই মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি। ১ হাজার রান পেতে ৩৭ ইনিংস লাগল ডানহাতি ব্যাটসম্যানের। 


অস্বস্তি এখনও কাটেনি


তৃতীয় দিনের প্রথম সেশনে ওয়েস্ট ইন্ডিজের সাফল্য ২ উইকেট। বাংলাদেশ স্কোরবোর্ডে তুলেছে ৭৬ রান। ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ১৮১। ফলোঅন এড়াতে স্বাগতিকদের করতে হবে আরও ২৯ রান। পারবে কী বাংলাদেশ? ভরসা হয়ে উঠতে পারবেন কী মিরাজ, লিটন? তাদের ৭১ বলে ২৬ রানের জুটি কিছুটা আশা দেখাচ্ছে। মিথুন ও মুশফিক দুইজনই উইকেট উপহার দিয়েছেন কর্নওয়ালকে। মিথুন ব্র্যাথওয়েটের দারুণ ক্যাচে পরিণত হওয়ার পর মুশফিক রিভার্স সুইপ করতে গিয়ে মায়ার্সের হাতে ক্যাচ দেন। এর আগে নিজের ক্যারিয়ারের ২২তম হাফ সেঞ্চুরি পান মুশফিক।

ads

Our Facebook Page